1. [email protected] : Jlhsbd :
  2. [email protected] : ICT : ICT
  3. [email protected] : HARE KRISNA SINGHA : HARE KRISNA SINGHA

Online admission

নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চ বিদ্যালয়

হাতীবান্ধা ,লালমনির হাট

মোবাইল : 01718972755

ফর্মপূরণ সংক্রান্ত নিয়মাবলী :

এতদ্বারা নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চ বিদ্যালয় ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উল্লিখিত শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে (https://nkmschs.edu.bd/) আবেদন করতে হবে। অনলাইনে ভর্তির কার্যক্রম আগামী ২৫/১২/২০২৪ ইং তারিখ সকাল ৯.০০ টা থেকে শুরু হয়ে ১/০৩/২০২৫ ইং তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত চলমান থাকবে। ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন ফি ১০০/- (একশত পঞ্চাশ) টাকা মাত্র এবং ৭ম থেকে নবম পর্যন্ত ১৫০ (এক শত পঞ্চাশ টাকা মাত্র)।

অনলাইনে আবদনের জন্য (https://nkmschs.edu.bd/) ঠিকানায় প্রবেশ করে “অনলাইন ভর্তি” পেজের মধ্যে “আবেদন ফরম” অপশনে Click করতে হবে। অতঃপর প্রদত্ত অনলাইন ফরম এর সকল অংশ যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে। ফরম পূরণ করে Submit করলে ওয়েবসাইটেই একটি Student ID দৃশমান হবে। উক্ত Student ID অবশ্যই সংরক্ষণ করতে হবে।

উলেখ্য; আবেদন পত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৩০০ Pixel, সাইজ সর্বোচ্চ ২০০Kb) স্ক্যান করে নির্ধারিত জায়গায় Upload করবেন ।

ফি পরিশোধের পদ্ধতি (বিকাশ) :
“অনলাইন ভর্তি” বক্সের মধ্যে “আবেদন ফরম” এর নিচে “Fee Payment” এ Click করতে হবে।
অত:পর Student ID টি প্রদান করে “Pay with bkash” এ Click করতে হবে ।
অত:পর উক্ত শিক্ষার্থীর নাম ও পিতার নাম দৃশ্যমান হবে। নাম ও পিতার নাম ঠিক থাকলে পুনরায় “Pay with bkash” এ Click করতে হবে।
এবার আপনার পার্সোনাল বিকাশ নং প্রদান করে Next এ ক্লিক করতে হবে (যে বিকাশ একাউন্ট থেকে ফি পরিশোধ করতে চান)। উক্ত বিকাশ একাউন্টের ভেরিভিকেশন কোড প্রদান করুন।
অতপর উক্ত বিকাশের পিন নাম্বার দিয়ে ফি পরিশোধ সম্পন্ন করুন । Payment সম্পন্ন হলে Successful SMS প্রদর্শিত হবে। SMS এ প্রদর্শিত Transaction ID সংরক্ষণ করুন।
অত;পর Download Admission Form এবং Download Money Receipt থেকে Admission Form এবং Money Receipt Download করে তা সংরক্ষণ করুন।
ভর্তির সময় যেসব প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করতে হবে:-
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রসংশাপত্র/ছাড়পত্র।
এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের কপি।
পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।

সার্বিক যোগাযোগঃ
সমীর কুমার সাঁজোয়াল(ভারপ্রাপ্ত )

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চ বিদ্যালয়

হাতীবান্ধা ,লালমনির হাট

মোবাইল : 01735439460

নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চ বিদ্যালয়
হাতীবান্ধা ,লালমনির হাট
মোবাইল : 01718972755