এতদ্বারা নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চ বিদ্যালয় এর ব্যাবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য বৃন্দকে জানানো যাচ্ছে যে আগামী ০৫–১০–২০২৩বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে নিম্নলিখিত অনুষ্ঠান সূচীর আলোকে দিনটি পালিত হবে ৷
অতএব নির্ধারিত দিবসে নিম্নের সময়সূচী মোতাবেক আপনাদিগকে বিদ্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।
সকাল ১০.৩০ র্যালী
“””””১১.৩০ আলোচনা সভা ।
প্রধান শিক্ষক
মোঃসাজ্জাদ হোসেন
নওদাবাস কালীমোহন তফশিলী উচ্চ বিদ্যালয়
হাতীবান্ধা, লালমনিরহাট।